শারিরীক অবস্থার উন্নতি হ্ওয়ায় দীর্ঘ এক মাস পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩ জুন) রাত সোয়া আটটার দিকে এমটিনিউজ২৪.কমকে এ তথ্য জানান শায়রুল কবির খান। এর আগে, গত ৩ মে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়।
তিনি আরো জানান, বৃহস্পতিবার (৩ মে) বিকালে বেগম জিয়াকে সিসিইউ থেকে কেবিনে নিয়ে আসা হয়েছে।
অন্যদিকে খালেদা জিয়ার চিকিৎসক দলের অন্যতম সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে শায়রুল কবির খান জানান, তিনি জানিয়েছেন ম্যাডামকে কেবিনে নেওয়া হয়েছে।