সকাল সোয়া আটটা থেকে হঠাৎ রিমঝিম বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে অফিসগামী যাত্রীদের খানিকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আবহাওয়া অধিদফতর আগেই জানিয়েছিল।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।