সোমবার, ০৭ জুন, ২০২১, ০৬:১০:০৮

অবিলম্বে স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি

অবিলম্বে স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি

অবিলম্বে স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সোমবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা সভাপতি গাজী মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ আব্দুল মাজেদ, সংগঠনের দাওয়া প্রশিক্ষণ সম্পাদক আল মামুন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মো. আব্দুল মুমিত, ক্বওমী মাদ্রাসা সম্পাদক সায়েম আহমেদ প্রমুখ।

তাদের মতে,  দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। এতে করে দেশের প্রায় ৩ কোটি শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ার আশংকা রয়েছে। দেশে গার্মেন্টর্স, অফিস-আদালসহ সব প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে দেশের স্কুল-কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান বক্তারা। শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে