সোমবার, ০৭ জুন, ২০২১, ১০:৩৩:১৫

গ্রেফতারকৃত আলেম-উলামাদের মুক্তি ও কওমি মাদ্রাসা খুলে দেয়ার দাবি

গ্রেফতারকৃত আলেম-উলামাদের মুক্তি ও কওমি মাদ্রাসা খুলে দেয়ার দাবি

নিউজ ডেস্ক: গ্রেফতারকৃত সব নিরপরাধ আলেম-উলামাদের মুক্তি ও কওমি মাদ্রাসা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।

সোমবার কেন্দ্রীয় কমিটি ঘোষণা উপলক্ষে প্রেস ব্রিফিং পরবর্তী বৈঠক থেকে এই দাবি জানানো হয়। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি বিষয়টি জানান হেফাজত নেতৃবৃন্দ।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন হেফাজত নেতা আল্লামা নুরুল ইসলাম, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আব্দুল হক, মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা ইয়াহিয়া, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা আনোয়ারুল করিম, মাওলানা আইয়ুব বাবুনগরী,  মাওলানা মোবারক উল্লাহ, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মুসতাক আহমদ, মাওলানা শাব্বির আহমদ রশিদ, মাওলানা আনাস (ভোলা), মাওলানা মাহমুদুল আলম, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা হাবিবুর রহমান কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মীর ইদরিস,  আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা জামাল উদ্দীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে