নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে আরো ৮ জনের। এদের মধ্যে ৩ জন করোনা শনাক্ত হওয়ার পর মারা যান। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন সময় তারা মারা যান।
এদের মধ্যে ২ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে এবং ১ জন রাজশাহীর। এছাড়া বাকি ৫ জন মারা যান করোনা উপসর্গ নিয়ে। এর মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন ও পাবনার ১ জন রয়েছেন।
হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন সময় তারা মারা যান। এর মধ্যে ২ জন আইসিইউতে এবং বাকিরা ওয়ার্ডে ছিলেন।