উদ্বোধনের অপেক্ষায় দেশের ৫০ টি উপজেলায় নির্মিত মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র। দেশের প্রতিটি জেলা ও উপজেলা শহরে সরকারি অর্থায়নে নির্মিত হবে ৫৬০ টি মডেল মসজিদ। তার আওতায় নির্মিত হয়েছে এসব মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র।
বৃহস্পতিবার (০৯ জুন) গণভবন থেকে ভার্চুয়ালি সিলেট, রংপুরও খুলনার এ তিনটি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মসজিদগুলো তিনটি ক্যাটাগরিতে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। ৪৩ শতাংশ জমিতে তিন ক্যাটাগরিতে নির্মিত হচ্ছে এ মডেল মসজিদগুলো।
এর মধ্যে জেলা ও সিটি করপোরেশনে চার তলা, উপজেলা পর্যায়ে ৩ তলা এবং উপকূলীয় এলাকায় চার তলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে। ক্যাটাগরি অনুযায়ী নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১২ কোটি থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত।
কি কি থাকছে মডেল মসজিদে?
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশব্যাপী মডেল মসজিদ উদ্বোধন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ধর্ম মন্ত্রণালয়।
এসময় মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রী জানান, প্রতিটি মডেল মসজিদগুলোতে নারী পুরুষের জন্য পৃথক ওযু ও নামাজ কক্ষ, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, হেফজ খানা, গণশিক্ষা কেন্দ্র, গবেষণা কেন্দ্র, পাঠাগার, মৃতদেহ গোসলের ব্যবস্থা, জানাজার ব্যবস্থা, হজ্জযাত্রীদের নিবন্ধন, অটিজম কর্নার, ই কর্নার, বিদেশী পর্যটকদের আবাসন বা অতিথি শালা। সেক্ষেত্র কিছু অর্থ পরিশোধ করে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
এছাড়া থাকবে, ইমাম মুয়াজ্জিনদের জন্য আবাসনসহ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, কর্মকর্তা কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা।
রক্ষণাবেক্ষণে থাকবে কর্মকর্তা কর্মচারী। তবে এখনও পর্যন্ত নিয়োগ বিধিমালা করা হয়নি। বিধিমালা করা হলে ইমাম মুয়াজ্জিন ও দুইজন খাদেম নিয়োগ দেয়ার কথা জানায় ধর্ম মন্ত্রণালয়।