নিউজ ডেস্ক: জাতিসঙ্ঘের সরাসরি তত্ত্বাবধানে নির্বাচন চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি মনে করেন জগণের কাঙ্খিত উন্নয়ন চাইলে এই ব্যবস্থা ছাড়া সামনে এগোনো সম্ভব না।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে রাজনৈতিক সঙ্কট চলছে। আজকে সিরিয়ার নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র বলছে সেখানে জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে একটি নির্বাচন দেয়া দরকার। সে ক্ষেত্রে আমার মনে হয় দেশের রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের এই বিষয়টি সামনে আনা উচিৎ।
বৃহস্পতিবার বেলা ১২ টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সচেতন নাগরিকদের দৃষ্টিতে ২০২১-২০২২ জাতীয় বাজেটের উপর এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।