শুক্রবার, ১১ জুন, ২০২১, ০৩:৫৯:৫৬

রহমতের বৃষ্টি শুরু হয়েছে রাজধানীতে

রহমতের বৃষ্টি শুরু হয়েছে রাজধানীতে

রহমতের বৃষ্টি শুরু হয়েছে রাজধানীতে। ঝিরঝির বৃষ্টিতে যেন চারদিকে প্রশান্তির আমেজ তৈরি হয়েছে। তবে সমস্যা হচ্ছে অফিসকামী আর খেটে খাওয়া মানুষগুলির।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা নিয়ে দেওয়া পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে। এতে আরও বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সারাদেশে বিস্তার লাভ করতে পারে। উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচার সৃষ্টি হয়েছে। 

আরো জানা যায়, মৌসুমি বায়ু বাংলাদেশে ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় বিরাজ করছে। আগামী ২৪ ঘণ্টায় দিনের বেলায় তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া পরবর্তী তিন দিন দেশে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে