এবার পরীক্ষা-ক্লাসের দাবিতে আমরণ অনশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের (৪৬তম ব্যাচ) চূড়ান্ত পরীক্ষাসহ চার দাবিতে আমরণ অনশন করছেন তারা।
আজ রবিবার (১৩ জুন) বিকাল তিনটায় ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ২৫ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা অনশনে ছিলেন। বিভাগের পক্ষ থেকে একাধিক শিক্ষক এসে তাদেরকে বুঝিয়ে অনশন ভাঙানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
এই দাবিগুলো হলো, ঈদুল আজহার আগেই তৃতীয় বর্ষের পরীক্ষা গ্রহণ করতে হবে; ১৪ জুন পরীক্ষার রুটিন প্রকাশ করতে হবে; ৩০ নভেম্বরের আগেই চতুর্থ বর্ষের সকল ক্লাস শেষ করতে হবে এবং চতুর্থ বর্ষের পরীক্ষা ডিসেম্বররে মধ্যে শেষ করতে হবে।