শনিবার, ২৬ জুন, ২০২১, ১১:৩৯:২৮

আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে বুধবার পর্যন্ত

আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে বুধবার পর্যন্ত

মহামা'রী করোনা পরিস্থি'তির কারণে আগামী সোমবাবার (২৮ জুন) ক'ঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ ঘোষণা দেন। এ সময় সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানান তিনি।

তবে, আজ শনিবার সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে আগামী বুধবার (৩০ জুন) পর্যন্ত দেশের আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা সূত্রে জানা যায়, সোমবার থেকে ক'ঠোর লকডাউন শুরু হবে। তবে বুধবার (৩০ জুন) পর্যন্ত দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। পরদিন বৃহস্পতিবার থেকে সারা দেশে ‘সর্বাত্মক লকডাউন’ জা'রি করা হয়েছে। এ সময় জ'রুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

লকডাউনে শিল্প কলকারখানা লকডাউনের আওতার বাইরেই থাকতে পারে। এই সময়ে রপ্তানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবা খোলা রাখা হতে পারে।

এর আগে, শুক্রবার (২৫ জুন) রাতে সরকারের এক ত'থ্যবিবরণীতে বলা হয়েছে, জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। জ'রুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। তবে গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে