রবিবার, ২৭ জুন, ২০২১, ০৯:৪২:০৯

একটা সি'গারেটের দাম কমপক্ষে ২০ টাকা করতে হবে: জাফরুল্লাহ চৌধুরী

 একটা সি'গারেটের দাম কমপক্ষে ২০ টাকা করতে হবে: জাফরুল্লাহ চৌধুরী

মা'দকমুক্ত সমাজ গড়তে প্রতিটি সি'গারেটের দাম কমপক্ষে ২০ টাকা করার দাবি জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযো'দ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, 'মাদকাস'ক্তি শুরু হয় ধূ'মপান দিয়ে। মা'দকাসক্তি বন্ধ করতে চাই তাহলে সরকারকে পয়লা উদ্যোগ নিতে হবে ধূ'মপান বিরোধী আন্দোলনের। সেখানে যেমন একটা বি'ড়ির দাম নূন্যতম পাঁচ টাকা করতে হবে। একটা সি'গারেটের দাম কমপক্ষে ২০ টাকা করতে হবে।'

গতকাল শনিবার (২৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বিশ্ব মা'দকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেভ জেনারেশন বাংলাদেশ ও হেলথ টিভির আয়োজনে বায়োফার্মা লিমিটেড ও হাই-টেক মডার্ণ সাইকিয়াট্রিক হাসপাতালের সৌজন্যে `মাদ'ক প্র'তিরোধে জনসচেতনতার অপরিহার্যতা` শীর্ষক বিষয়ের ওপর আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘স্কুল-কলেজের মাস্টাররা লুকিয়ে লুকিয়ে ধু'মপান করবেন। আর তাদের ছাত্ররা ধূ'মপান করবেন না, এটা আশা করা যায় না। যদি মা'দকাসক্তি বন্ধ করতে চাই তাহলে সরকারকে পয়লা উদ্যোগ নিতে হবে ধূ'মপানবিরোধী আ'ন্দোলনের।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে