রবিবার, ২৭ জুন, ২০২১, ০৩:০৮:৫৪

‘কঠোর লকডাউনে’ মাঠে থাকবে সেনাবাহিনী: স্বাস্থ্যমন্ত্রী

‘কঠোর লকডাউনে’ মাঠে থাকবে সেনাবাহিনী: স্বাস্থ্যমন্ত্রী

ক'ঠোর লকডাউন সুন্দরভাবে পালন করতে সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে অধীন দ'প্তর-সংস্থাগুলোর বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামনে যে লকডাউন, সেখানে পুলিশ থাকবে, বিজিবি থাকবে। সেনাবাহিনীর সদস্যরাও এবার থাকবে, যাতে লকডাউনটা সুন্দরভাবে পালিত হয় এবং ঊ'র্ধ্বমুখী সংক্রমণটা রো'ধ হয়, মৃ'ত্যুর সং'খ্যাও যাতে অনেক ক'মিয়ে আনতে পারি।

তিনি বলেন, হাসপাতালগুলো অলরেডি অকুপা'ইড হয়ে গেছে, মানে রোগী ফি'লাপ হয়ে গেছে। কাজেই আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

জাহিদ মালেক আরও বলেন আমরা যদি করোনাকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমাদের ক্যাপাসিটি কিন্তু ডা'উন হয়ে যেতে পারে। বিদেশে যারা কর্মী যায়, সে জায়গাটা ব্যাহত হবে, ভিসা পেতে ক'ষ্ট হবে, দিতে চাইবে না। কাজেই সব দিকে লক্ষ্য রেখে জীবনর'ক্ষা করতে হবে। দেশে যদি করোনা নিয়'ন্ত্রণে রাখতে না পারি, তাহলে অর্থনীতিও ব্যাপকভাবে ক্ষতিগ্র'স্ত হয়ে যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে