সোমবার, ২৮ জুন, ২০২১, ০৯:২০:০১

লকডাউন পেছানোর ব্যাখ্যা দিলেন তথ্যমন্ত্রী

লকডাউন পেছানোর ব্যাখ্যা দিলেন তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: করোনা নিয়'ন্ত্রণে সোমবার থেকে কঠোর লকডাউনের কথা বললেও সেই ক'ড়াক'ড়ি পরে তিন দিন পি'ছিয়ে দেওয়ার কারণ জানিয়েছেন ত'থ্য ও স'ম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, জুন ক্লো'জিংয়ের কারণেই সরকারকে নতুন ঘো'ষণা দিতে হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে সোমবার থেকে লকডাউনের কথা বলা হয়েছিল কিন্তু ৩০ তারিখ যেহেতু অর্থবছর শেষ হতে যাচ্ছে, সেই বিবেচনায় পরিপূর্ণ লকডাউনের পরিবর্তে কিছু বিধিনি'ষেধ বৃহস্পতিবার ভোর পর্যন্ত আরো'প করা হয়।

তিনি বলেন, স্বল্প সংখ্যক মানুষকে অফিস করার কথা বলা হয়েছে। ১ তারিখ থেকে স'র্বা'ত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। এবারে লকডাউন কার্যকর করার জন্য সরকার পুলিশ বাহি'নীর পাশাপাশি বিজিবি এবং সেনাবাহি'নীকেও প্রয়োজনীয় জায়গায় মো'তায়েন করার সিদ্ধা'ন্ত গ্রহণ করেছে।

করোনা সং'ক্রমণ বে'ড়ে যাওয়ায় বিশে'ষজ্ঞদের সু'পা'রিশে গত শুক্রবার সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউনের ঘো'ষণা দেওয়া হয়। কিন্তু পরদিন শনিবার এ সিদ্ধা'ন্ত থেকে সরে আসে সরকার। জুনের শুরু থেকে সং'ক্র'মণ ও মৃ'ত্যু আবার বে'ড়ে যাওয়ায় এখন আবার কঠোর বিধিনি'ষেধের পথে হাঁ'টতে হচ্ছে সরকারকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে