মঙ্গলবার, ২৯ জুন, ২০২১, ০১:১১:০২

লকডাউনে বাইকে চালক ছাড়া অন্য আরোহী বহনে নিষেধাজ্ঞা

লকডাউনে বাইকে চালক ছাড়া অন্য আরোহী বহনে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক: মহামা'রি করোনাভাইরাসের সং'ক্রমণ রো'ধে মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন করা যাবে না উল্লেখ করে সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ত'থ্য জানায় ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউনের মধ্যেও মোটরসাইকেলে চালকের সাথে পরিচিত ব্যক্তি রাইড শেয়ার করছে। অথবা কেউ কেউ পেশাগত কারণেও রাইড শেয়ার করছে। যার ফলে একই ব্যবহৃ'ত হেলমেট বারবার বিভিন্ন মানুষজন ব্যবহার করছে। এতে করোনা ভাইরাসের সং'ক্র'মণের ঝুঁ'কি বাড়ছে।

এতে বলা হয়, এতে করে করোনাভাইরাসের দ্বিতীয় ওয়ে'ভের এই ঊ'র্ধ্বমুখী সং'ক্র'মণের সময়ে বর্তমান পরিস্থি'তি বিবে'চনায় অতি জরু'রি প্রয়োজনে রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ চালক ব্য'তীত অন্য আরোহী নিয়ে মোটরসাইকেলে চলাচলে নিরুৎ'সাহিত করছে। স্বাস্থ্যবিধি মে'নে রিকশায় যাতায়াতের জন্য অনুরোধ করা যাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে