শনিবার, ০৩ জুলাই, ২০২১, ০৫:৫৭:৪৬

নিষেধ সত্ত্বেও গত ঈদে মানুষ গ্রামে গিয়েছিল বলেই সংক্রমণ এতটা বেড়েছে : প্রধানমন্ত্রী

নিষেধ সত্ত্বেও গত ঈদে মানুষ গ্রামে গিয়েছিল বলেই সংক্রমণ এতটা বেড়েছে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: ঈদুল ফিতরে নিষেধাজ্ঞা উপে'ক্ষা করে মানুষ গ্রামে গিয়েছিল বলেই করোনা সং'ক্র'মণ এতটা বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে স্বাস্থ্যবিধি মে'নে চলতে আহ্বান জানিয়ে তিনি বলেন, গত ঈদে নিষেধ করা সত্ত্বেও মানুষ বাড়ি গিয়েছিল, তখন সরকারের কথা শুনলে এখন হয়তো পরিস্থি'তি এতটা খারা'প হতো না বা সং'ক্র'মণও এতটা বাড়ত না।

স্বাস্থ্যবিধি পালনে মানুষের উদাসীনতা দেখে হ'তা'শা প্রকা'শ করে আজ শনিবার জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনা সংক্র'মণ নিয়'ন্ত্রণে আনতে ‘কঠোর বিধিনিষেধ’ দেওয়া হয়েছে। আপনাদের প্রতি আহ্বান অন্তত নির্দেশনাগুলো মে'নে চলুন। নিজে সুর'ক্ষিত থাকুন, অন্যকে সুর'ক্ষিত রাখুন। সবাই এটা মেনে চললে আমরা করোনা নিয়ন্ত্রণে আনতে পারব। ভ্যাকসিন আসা শুরু হয়েছে সমস্যা হবে না।
তিনি আরও বলেন, অন্তত এটা (মহামা'রী করোনাভাইরাস) ছাড়াতে দিয়েন না। মাস্ক পরা, হাত পরিষ্কার করা আর যেন কোনোমতেই যেন সং'ক্র'মিত না হয়, তার জন্য দূরত্ব বজায় রাখা। এটা করতে পারলেই কিন্তু আমরা নিয়'ন্ত্রণ করতে পারব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে