রবিবার, ০৪ জুলাই, ২০২১, ০১:৩৮:৩৫

সেলিব্রিটির ‘অভিনয়ে’ ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম: নাসির

সেলিব্রিটির ‘অভিনয়ে’ ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম: নাসির

ঢালিউড অভিনেত্রী পরীমণিকে ধ'র্ষণ চেষ্টা ও হ'ত্যাচেষ্টার ঘটনায় দা'য়ের হওয়া মা'মলা এবং মা'দকের মা'মলায় জামিন পেয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কা'রাগার থেকে গত ৩০ জুন নাসির মু'ক্তি পান।মুক্ত হয়ে নাসির ইউ মাহমুদ গণমাধ্যমকে বলেছেন, ‘বড় রকমের ভি'কটি'ম হলাম। কোনো দিন হা'জত দেখিনি। রিমান্ডে ১২ দিনসহ ১৮ দিন জে'ল-হা'জতে কা'টিয়েছি। সত্যিকারে অন্যায় করলে আফসোস ছিল না। আশা করি,  তদ'ন্তকারী সংস্থা সঠিক বিষয়টি তু'লে আনবে।’

নাসির ইউ মাহমুদ আরও জানান, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নির্বাচিত জিএস ছিলাম। ঢাকার প্রথম বিভাগের ফুটবলার ছিলাম। উত্তরা ক্লাবের তিনবার সভাপতি ছিলাম। একজন ব্যবসায়ী। আমাকে আ'টক করার পরও কেউ আমার বিরু'দ্ধে কোনো অভি'যোগ করেননি। একজন সেলিব্রিটির অভিনয়ে আমি সামাজিকভাবে ক্ষ'তিগ্র'স্ত হয়ে গেলাম।’

পরীমণির অভি'যোগের পরিপ্রেক্ষিতে গত ১৩ জুন নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে উত্তরার একটি বাসা থেকে মা'দকসহ আ'টক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই দিনই বিমানবন্দর থানায় পুলিশ তাদের বিরু'দ্ধে মা'দকের মা'মলা করে। পরে তাদের পরীমনির মা'মলায় গ্রেফ'তার দেখানো হয়। নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকীকে গ্রেফ'তারের দিন সকালেই পরীমনি সাভার থানায় একটি মা'মলা করেন। তাতে নাসির, তুহিনসহ অজ্ঞা'তনামা চার-পাঁচজনের বিরু'দ্ধে পরীমনি গত ৮ জুন রাতে ঢাকা বোট ক্লা'বে তাকে ধ'র্ষ'ণ চেষ্টা ও হ'ত্যাচে'ষ্টার অভি'যোগ আনেন’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে