নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটারহীন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ‘দেউলিয়া’ হয়ে এখন বিরোধী জোটে ভাঙন ধরানোর চেষ্টা করছে।
গতকাল সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে লেবার পার্টির কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, কোথাও গণতন্ত্রের আবহাওয়া নেই। সভা করতে পারি না, সমাবেশ করতে পারি না। এমনকি আমাদের অফিসের মধ্যেও আমাদের সভা করতে বাধা দেওয়া হয়। শুধু বিএনপিই নয়, ভিন্নমতের সবার ওপরই সরকারের দমন-পীড়ন চলছে।
তিনি বলেন, মাহমুদুর রহমান মান্না বিএনপি করেন না। ২০-দলও করতেন না। শুধু ভিন্নমত পোষণের কারণে তাকে কারাগারে থাকতে হচ্ছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই শাসক দল ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য দমননীতির পথ গ্রহণ করেছে। ভিন্নমত পোষণ করছে বলেই আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক নেতা শওকত মাহমুদকে কারাগারে আটকে রাখা হয়েছে। আওয়ামী লীগের শাসনাধীনে খুন-দুর্নীতি বেড়ে যাওয়ায় জনগণ দুর্বিষহ জীবন কাটাচ্ছে। এ রকম পরিস্থিতি থেকে উত্তরণে সমস্ত মানুষের একটা ঐক্য দরকার। নিজেদের অধিকার ফিরিয়ে আনার জন্য জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। আন্দোলন গড়ে তুলতে হবে।
লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ?উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, ফারুক রহমান, আলাউদ্দিন আলী, উম্মে হাবিবা রহমান, মাহবুবুর রহমান খালেদ, কামরুজ্জামান চৌধুরী মুকুল প্রমুখ বক্তব্য দেন। -বিডি প্রতিদিন
১০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি