মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ১১:২৯:২৮

পরিবহন শ্রমিকদের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি

পরিবহন শ্রমিকদের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি

মহামারী করোনার কারণে অনেকদিন যাবৎ পরিবহন সেবা বন্ধ আছে। কিন্ত পবিত্র ঈদ উপলক্ষ্যে লকডাউন শিথিল হওয়ায় ১৫জুলাই থেকে চলবে গণপরিবহন। এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা। প্রস্তুত করা হচ্ছে টিকিট কাউন্টার ও দুরপাল্লার বাসগুলো। কিছু কিছু বাসের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়ে গেছে।

বুধবার থেকে প্রতিটি বাস কাউন্টারে স্বাস্থ্যবিধি মেনে টিকিট সংগ্রহ করা যাবে। রাত থেকে অনলাইনে পুরোপুরি শুরু হবে টিকিট বিক্রি।

আর তাতে পরিবহন শ্রমিকদের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।মঙ্গলবার (১৩ জুলাই) করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে ৮দিনের জন্য শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে গণপরিবহন। এই সময়ে মানুষকে সতর্ক অবস্থায় থাকতে হবে এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে গাড়িতে যাতায়াত করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে