ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। আর তাই প্রতিবছরের ন্যায় এবারো আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মুঠোফোনে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভয়েস মেসেজে প্রধানমন্ত্রী বললেন, আমি শেখ হাসিনা বলছি, সবাইকে ঈদের শুভেচ্ছা, আমার অনুরোধ সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন
দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবাইলে ভয়েজ মেসেস পাঠিয়ে তিনি বলেছেন, গত এক বছরের বেশি সময় ধরে আমরা করোনা ভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াই করছি। এ লড়াইয়ে জয়ী হতে সকলের সহযোগীতা প্রয়োজন। আসুন সবাই মাক্স ব্যবহার করি। নিজে ও পরিবারকে সুস্থ রাখি।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে শেখ হাসিনার এই ভয়েস মেসেজটি পাচ্ছেন মুঠোফোন গ্রাহকরা।