ঢাকা : ঘন কুয়াশায় ডাকা পড়েছে বাংলাদেশ। মধ্যরাত থেকে সারাদেশে এ অবস্থা চলছে। কুয়াশার কারণে দিনের আলোতেও রাস্তাঘাট অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে।
এমন পরিস্থিতিতে যান চলাচলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে ঘন কুয়াশার কারণে শনিবার বঙ্গবন্ধু সেতুতে নজিরবিহীন সিরিজ দুর্ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলেসহ নয়জন নিহত হয়েছে।
এ ঘটনার পর আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্টরা মধ্যরাত থেকে ভোর পর্যন্ত যান চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারির প্রথমার্ধ বা পৌষ মাসের শেষ সপ্তাহে রাতভর ঘন কুয়াশা স্বাভাবিক।
পূর্বাভাসে অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানিয়েছেন, জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
ঘন কুয়াশার কারণে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়, যেটি বেলা ১১টার দিকে চালু করা হয়। একই কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ভোর চারটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
কুয়াশার কারণে শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলেসহ নয়জন নিহত হয়েছেন, আহত হয়েছেন পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৪৫ জন।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, ‘শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল নয়টা পর্যন্ত দেশজুড়ে ঘন কুয়াশা ছিল। আরো কিছুদিন তা অব্যাহত থাকবে।’
শীতের এমন সময়ে ঘন কুয়াশা স্বাভাবিক জানিয়ে যান চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
আবদুর রহমান বলেন, ‘সতর্কতা অবলম্বন না করলে রাত থেকে সকাল পর্যন্ত দুর্ঘটনার কবলেই পড়তে হবে যানবাহনকে।’
এছাড়া দীর্ঘমেয়াদী পূর্বাভাসের বিষয়ে অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।
দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। তবে সার্বিকভাবে এ মাসের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে।
দেশের উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা অঞ্চলসহ সিলেট বিভাগে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যান্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
এদিকে, বিআইডব্লিউটিএ’র পরিচালক (ট্রাফিক) শফিকুল হক বলেন, ‘আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের সঙ্গে সমন্বয় রেখে মাঠ কর্মকর্তাদের নিয়মিত বার্তা পাঠানো হয়। প্রয়োজনে নির্ধারিত সময়ের পরে ফেরি-লঞ্চ ছাড়ার পরামর্শ দেওয়া হয়। গত কয়েকদিনও সতর্কতার সঙ্গে তা অবলম্বন করা হয়েছে।’
অতিরিক্ত যাত্রী পরিবহন না করা এবং দুর্ঘটনা এড়াতে পূর্বাভাস মেনে নৌ-যান চলাচলের নির্দেশনা রয়েছে বলেও তিনি জানান।
১০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ