মহামারি করোনায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবারও হচ্ছে না ঈদুল আজহার জামাত। শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) শোলাকিয়া ঈদগাহ কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়ে। ভার্চুয়াল মাধ্যমে এ সভা অনষ্ঠিত হয়।
শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, ঈদের নামাজে শোলাকিয়া ঈদগাহে লাখো মুসল্লির সমাগম হয়। তাই করোনাভাইরাস সংক্রমণের কথা চিন্তা করে ঈদগাহ ময়দানে এবারের ঈদুল আজহার জামাত না করার সিদ্ধান্ত হয়।
এবার মসজিদেও ঈদুল আজহার জামাত বড় পরিসরে না করার কথা জানিয়ে তিনি বলেন, শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। বহুতল আবাসিক ভবনের ছাদে সবাই মিলে জামাত করতে সে বিষয়ে আমরা উদ্বুদ্ধ করছি। করোনা মহামারির কারণে গত ঈদুল ফিতরেও এ মাঠে নামাজ হয়নি।
জনশ্রুতি আছে, ১৮২৮ সালে এ মাঠে ঈদের জামাতে প্রথম সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’। পরে সেটি শোলাকিয়া নামে পরিচিতি পায়।
প্রায় আড়াইশ বছরের প্রাচীন শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ১৯৩তম ঈদ-উল-আজহার জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।