বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রয়াত আ স ম হান্নান শাহ’র স্ত্রী সৈয়দা ফাররুখ সুলতানা (নাহিদ হান্নান) ইন্তেকাল করেছেন। আজ শুক্রবার বিকাল ৩টা ৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে উচ্চ রক্তচাপের কারণে গত ৮ জুলাই ঢাকা সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর অবস্থার অবনতি হলে সংকটাপন্ন অবস্থায় ১০ জুলাই সিসি ইউ-তে লাইফ সাপোটে নেওয়া হয় তাঁকে।
তিনি উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা।
তাঁর স্বামী বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা হান্নান শাহ ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসরে যাওয়ার পর বিএনপিতে সক্রিয় হন। ১৯৯১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান শাহ।
মরহুম হান্নান শাহ'র ছেলে শাহ রিয়াজুল হান্নান জানান, তার জানাজার নামাজ আগামীকাল সকালে মহাখালী ডিওএইচএস মসজিদে ও দুপুরে তার গ্রামের বাড়ি কাপাসিয়ার ঘাগটিয়ায় অনুষ্ঠিত হবে।