শনিবার, ১৭ জুলাই, ২০২১, ০৮:০৯:০৮

'ভারত না দিলে আমরাও আর গরু নিতে চাই না, আমাদের খামারিরা যথেষ্ট সমৃদ্ধ'

'ভারত না দিলে আমরাও আর গরু নিতে চাই না, আমাদের খামারিরা যথেষ্ট সমৃদ্ধ'

কোরবানির গরু আমাদানি বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সীমান্তে গরু নিয়ে আসার বিষয়ে তিনি, ভারত না দিলে আমরাও আর গরু নিতে চাই না। কারণ আমাদের খামারিরা যথেষ্ট সমৃদ্ধ হয়েছে।

এই ব্যাপারে তিনি আরো বলেন, ‘গত বছরে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আমন্ত্রণে গিয়েছিলাম। তখন তিনি বলেছিলেন, বাংলাদেশকে গরু দেওয়া হবে না। উত্তরে বলেছিলাম, আলহামদুলিল্লাহ!’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিগগিরই ভারত ও বাংলাদেশ সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ হবে। দুই দেশের সীমান্তে যে কমিটমেন্ট রয়েছে তা মেনে চললে সীমান্তে হত্যা বন্ধ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে