সোমবার, ১৯ জুলাই, ২০২১, ১২:১২:২৫

ইভ্যালিসহ ৬ ই-কমার্স কোম্পানি; যে সিদ্ধান্ত নিল বাণিজ্য মন্ত্রণালয়

  ইভ্যালিসহ ৬ ই-কমার্স কোম্পানি; যে সিদ্ধান্ত নিল বাণিজ্য মন্ত্রণালয়

আজ রোববার (১৮ জুলাই) বিকেলে মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচিত কোম্পানি ইভ্যালি। কম পুঁজিতে বেশি দামের পণ্যের প্রতিশ্রুতি দিয়ে আলোচিত। পণ্য দেওয়ার লোভ দেখিয়ে এর মধ্যেই গ্রাহকদের কাছ থেকে অগ্রিম প্রায় ৩০০ কোটি টাকা নিয়েছে এই ই-কমার্স কোম্পানি।

কিন্তু গেল মাসে বাংলাদেশ ব্যাংকের তদন্ত দল ইভ্যালির লেনদেনে মোটা অঙ্কের অনিয়মের বিষয়ে রিপোর্ট দেওয়ার পর তৎপর হয়ে ওঠে বাণিজ্য মন্ত্রণালয়। ই-কমার্স কোম্পানিগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এদিন বিকেলে মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় দেশের সব ই কমার্স কোম্পানিকে শৃঙ্খলার মধ্যে আনার।

প্রশ্ন উঠেছে এ ক্ষেত্রে ভোক্তাদের আটকে যাওয়া টাকা তুলে নেওয়া হবে কিভাবে? এক্ষেত্রে বাণিজ্য সচিব গ্রাহকদের আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললেও ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির পরামর্শ আপসের।
আগামীতে আরও ১০ টি ই-কমার্স প্রতিষ্ঠানকে তাদের কাগজপত্র জমা দিতে বলা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

গত ১৯ জুন বাংলাদেশ ব্যাংকের দেওয়া এক প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, ইভ্যালির মোট দায় ৪০৭.১৮ কোটি টাকা। তারমধ্যে গ্রাহকের কাছ থেকে অগ্রিম বাবদ ২১৩.৯৪ কোটি টাকা এবং মার্চেন্টদের কাছ থেকে ১৮৯.৮৫ কোটি টাকার মালামাল বাকিতে গ্রহণের পর স্বাভাবিক নিয়মে প্রতিষ্ঠানটির কাছে কমপক্ষে ৪০৩.৮০ কোটি টাকার চলতি সম্পদ থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ৬৫.১৭ কোটি টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে