বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১, ০৯:১৯:৩১

প্রতিবেশী না খেয়ে থাকলে কোরবানি হবে না: ডা. জাফরুল্লাহ

প্রতিবেশী না খেয়ে থাকলে কোরবানি হবে না: ডা. জাফরুল্লাহ

প্রতিবেশী কোনো গরিব মানুষ না খেয়ে থাকলে, তার বাড়িতে মাংস না দিলে আপনার কোরবানি হবে না, এমনটিই বললেন গণস্বাস্থ্য ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ইসলামের বিধান মেনে সঠিক নিয়মে সবাইকে কোরবানি করার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর মীরহাজারীবাগে রিকশা ও ভ্যানচালকদের মধ্যে ঈদ উপহার (কোরবানির মাংস) বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আপনার প্রতিবেশী কোনো গরিব মানুষ না খেয়ে থাকলে, তার বাড়িতে মাংস না দিলে আপনার কোরবানি হবে না। আল্লাহর বিধান কোরবানির তিন ভাগের দুই ভাগ গরিব মানু্ষের মধ্যে বিতরণ করতে হবে। ইসলামের এ বিধান যদি আমরা সঠিকভাবে মানতাম, তাহলে ঈদের দিন নামাজের পর গরিবের ঘরে মাংস যেতো। শুধু তাই না, গরিবের ঘরের ছেলে-মেয়েরা সপ্তাহে একদিন মাংস খেতে পারতো।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু। ভাসানী অনুসারী পরিষদের মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ এ রেজার পরিচালনায় ও মোজাম্মেল হক মাস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে