রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০১:৪৭:৫০

ফিরোজা থেকেই আখেরি মোনাজাতে শরিক হলেন খালেদা

ফিরোজা থেকেই আখেরি মোনাজাতে শরিক হলেন খালেদা

ঢাকা : গুলশানের বাসা ফিরোজা থেকেই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে আখেরি মোনাজাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাসা থেকে খালেদাও এতে শরিক হন। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র বলছে, বিগত কয়েক বছর ধরে টঙ্গীর ঐতিহাসিক বিশ্ব ইজতেমা ময়দানে গিয়ে মোনাজাতে অংশ নিতেন খালেদা জিয়া।

কিন্তু গত বছর রাজনৈতিক পরিবেশ অনুকূলে না থাকায় আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমায় যাননি তিনি। ওই সময় তার রাজনৈতিক কার্যালয়ে বসেই মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া। এবার সে ধরনের কোনো পরিস্থিতি না থাকলেও বাসায় বসেই দোয়ায় অংশ নেন তিনি।
১০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে