রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০৫:০২:৩৯

আরো ৬টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

আরো ৬টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

ঢাকা: সরকার দেশে নতুন করে আরো ছয়টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে। নতুন এ ছয়টি বিশ্ববিদ্যালয়সহ দেশে এখন বেসরকারী বিশ্ববিদ্যালয়েল সংখ্যা দাঁড়ালো ৯১টিতে। নতুন অনুমোদন পাওয়া এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকায় দুটি এবং চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া ও মানিকগঞ্জে স্থাপিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলালউদ্দিন এর সত্যতা স্বীকার করেছে।

দেশে চলতি বেসরকারী বিশ্ববিদ্যালগুলোর মধ্যে অধিকাংশের বিরুদ্ধে যখন নানা অনিয়মের অভিযোগ ঠিক তখন আরো ছয়টি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হলো।

নতুন অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর পেছনে সরকারি দলের নেতা ও মন্ত্রীরা রয়েছেন বলে মন্ত্রণালয়ের সূত্র হতে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়গুলো হলো-
১। ঢাকায় অনুমোদন পাওয়া ‘দ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্স’। বিশ্ববিদ্যালয়টির উদ্যোক্তা জামিল হাবিব। ঠিকানা বাড্ডার প্রগতি সরণিতে।
২। ঢাকায় অনুমোদন পাওয়া অপরটি হলো ‘কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’। বিশ্ববিদ্যালয়টির উদ্যোক্তা চৌধুরী নাসির সরাফত। ঠিকানা- ৩৮৭, তেজগাঁও শিল্পাঞ্চল।
৩। কুষ্টিয়ায় ‘রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়’। বিশ্ববিদ্যালয়টির উদ্যোক্তা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন জহিরুল ইসলাম। এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তাঁর স্ত্রী রয়েছেন।
৪। মানিকগঞ্জে ‘এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ’। বিশ্ববিদ্যালয়টির উদ্যোক্তা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না ও মুহাম্মদ শামসুর রহমান।
৫। চট্টগ্রামে ‘ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’। বিশ্ববিদ্যালয়টির উদ্যোক্তা মুহাম্মদ ওসমান।
৬। খুলনায় অনুমোদন পেয়েছে নর্দান ইউনিভার্সিটি। ঢাকায় অবস্থিত নর্দান ইউনিভার্সিটির শাখা ক্যাম্পাস ছিল খুলনায়। সেটিই এখন বিশ্ববিদ্যালয় হবে। এর মালিকানা বর্তমান নর্দান বিশ্ববিদ্যালয়ের মালিকেরাই।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে শিক্ষাবিদেরা ঢাকায় আর কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেওয়ার অনুরোধ জানান। কিন্তু সেই অনুরোধ রক্ষা করা হয়নি। তা ছাড়া সরকারের নীতি ছিল, যেসব জেলায় বিশ্ববিদ্যালয় নেই সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া। কিন্তু এবার অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কেবল একটি স্থাপিত হচ্ছে মানিকগঞ্জে। এই জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। অন্য জেলায় সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।
১০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ ২৪ ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে