নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৪১ জনের মৃত্যু হয়েছে ও শনাক্ত হয়েছে ১০ হাজার ২৯৯ জনের। আজ রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল শনিবার ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৬১ মৃত্যু হয়েছিলে। এ নিয়ে গতকাল (শনিবার) পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ছিলো ২২,৪১১ জনে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এখানেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।