সোমবার, ০৯ আগস্ট, ২০২১, ০৯:৪৮:৩৬

রেকর্ড জয়ের ইতিহাস গড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

রেকর্ড জয়ের ইতিহাস গড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রেকর্ড জয়ের ইতিহাস গড়ায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিরুদ্ধে গো-হারা হেরেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের দেওয়া ১২২ রানের টার্গেটে ব্যাটে নেমে মাত্র ৬২ রানে অল-আউট হয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া। ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো সিরিজ জয় করলো বাংলাদেশ। সাকিব ৪টি, সাইফুদ্দিন ৩টি ও নাসুম ২টি উইকেট সংগ্রহ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে