মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১, ০৯:৩৮:১৯

'আমরা কি বাড়িতে থাকব?' পরীমনিকান্ডে ভীত-সন্ত্রস্ত অনেক বিশিষ্টজনরা

'আমরা কি বাড়িতে থাকব?' পরীমনিকান্ডে ভীত-সন্ত্রস্ত অনেক বিশিষ্টজনরা

নিউজ ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিসহ গ্রেফতার কথিত মডেলদের সঙ্গে ‘সম্পর্ক’  ফাঁসের হুমকি দিয়ে চাঁদা দাবির ঘটনায় অনেক বিশিষ্টজন ভীত-সন্ত্রস্ত হয়ে বাড়িতে থাকা বন্ধ করে দিয়েছেন। মঙ্গলবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মডেলদের সঙ্গে সম্পর্ক ফাঁসের হুমকি দিয়ে সমাজের বিশিষ্টজনদের কাছে ফোন করে চাঁদা দাবি করা হচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, অনেকেই এ ভয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে বাড়িতে থাকা বন্ধ করে দিয়েছেন। পুলিশের কাছে তারা জানতে চাচ্ছেন- আমরা কি বাড়িতে থাকব? আমি বললাম কেন? তারা বলছেন, আমাকে তো ওমুক মিডিয়া থেকে ফোন করে বলেছে পরীমনি নাকি রিমান্ডে আমার নাম বলেছে! অথবা পিয়াসা আমার নাম বলেছে! আমি তাকে বলেছি, ভাই আপনার বিরুদ্ধে অভিযোগটা কী? কোনো মামলা হয়েছে? তখন তিনি বলেন- কখন কে, কী করে তাতো জানি না।

শফিকুল ইসলাম বলেন, একাধিক ব্যক্তি আমাদের কাছে এবং মন্ত্রী মহোদয়ের (স্বরাষ্ট্রমন্ত্রী) কাছে জানিয়েছেন- মডেল ইস্যুতে তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিদের তালিকার কথা বলে তাদের কাছে চাঁদা চাওয়া হচ্ছে। তাদের বলা হচ্ছে, আপনি যদি এই পরিমাণ অর্থ না দেন, তাহলে আমাদের কাছে যে তথ্য আছে- তা দিয়ে নিউজ করে দেব। এসব নিউজ করে হয়তো তাদের (বিশিষ্টজন) সামাজিকভাবে হেনস্তা করা যাবে কিন্তু আইনগতভাবে তারা কোনো অপরাধ করেছেন বলে আমি মনে করি না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে