মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১, ১০:০২:৫৯

মডার্নার প্রথম ডোজ বন্ধ বৃহস্পতিবার থেকে

মডার্নার প্রথম ডোজ বন্ধ বৃহস্পতিবার থেকে

রাজধানীসহ সারাদেশে আগামী বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে মডার্নার প্রথম ডোজের টিকাদান বন্ধ থাকবে। এদিন থেকে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হবে।

তবে যেসব স্থানে মডেল ভ্যাকসিনের প্রথম ডোজের মজুত রয়েছে সেসব স্থানে দ্রুত প্রথম ডোজের কাজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু করতে হবে বলে জানানো হয়েছে।

বুধবার (১০ আগস্ট) কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও পরিচালক এবং লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এ এইচ) ডা. শামছুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে দেশব্যাপী চলমান করোনা ভ্যাকসিন কার্যক্রম বিষয়ক জরুরি নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় আরও বলা হয়, ১৪ আগস্ট থেকে সারাদেশে আবশ্যিকভাবে সিনো ফার্মের দ্বিতীয় ডোজ শুরু হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে