বুধবার, ১১ আগস্ট, ২০২১, ০৯:৪৮:৫৬

দেশসেবায় নিয়োজিত গর্বিত বাবা ও মেয়েকে সংবর্ধনা

দেশসেবায় নিয়োজিত গর্বিত বাবা ও মেয়েকে সংবর্ধনা

পরস্পরের দেখা হওয়া মাত্র একজন অপরজনকে স্যালুট জানালেন। সম্পর্কে দুই জন বাবা-মেয়ে। বর্তমানে রংপুরের গঙ্গাচড়া মডেল থানায় কর্মরত এসআই আব্দুস সালাম নিজে দেশের কাজে নিয়োজিত থেকে তার মেয়েকেও দেশের কাজে আত্মনিয়োগের জন্য যোগ্য করে গড়ে তুলেছেন। তার মেয়ে ডা. শাহনাজ পারভিন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন। দেশসেবায় নিয়োজিত গর্বিত বাবা ও মেয়েকে সংবর্ধনাকালে ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও অন্যান্য উপহারসামগ্রী দেওয়া হয়। এ সময় অতিরিক্ত ডিআইজি, এসপিসহ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একে অপরকে স্যালুট দেওয়া সেই বাবা-মেয়েকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। আজ বুধবার (১১ আগস্ট) তাঁর নিজ কার্যালয়ে বাবা-মেয়েকে সংবর্ধনা দেন তিনি। 

সংবর্ধনাপ্রাপ্তরা হলেন রংপুরের গঙ্গাচড়া মডেল থানার এসআই আব্দুস সালাম ও তার মেয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন ডা. শাহনাজ পারভীন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে