বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১, ০৭:১৯:০৮

করোনার ভয়াবহতা নিয়ে যা বললেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

করোনার ভয়াবহতা নিয়ে যা বললেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেছেন, করোনার ভয়াবহতা সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশের স্বাস্থ্য বিভাগ। সমস্যা সমাধানে হাসপাতালগুলোর শয্যা বাড়ানো হয়েছে। এখন হাসপাতালগুলোর শয্যা আর বাড়ানো সম্ভব হবে না। বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের করোনা ও ডেঙ্গু সংক্রমণ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে হেলথ ডিজি বলেন, করোনার সংক্রমণ যাতে আর না বাড়ে সে জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা সংক্রমণ বেড়ে গেলে সামাল দেওয়া যাবে না।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আমরা এক হাজার শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতাল তৈরি করেছি। অতি সম্প্রতি সময়ে বঙ্গমাতা ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে। প্রতিটি জিনিসেরই একটা সীমাবদ্ধতা রয়েছে। আমাদেরও রয়েছে। এর বাইরে গিয়ে আর হাসপাতালে শয্যা বাড়ানো সম্ভব হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে