নিউজ ডেস্ক : আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরীমনির মুক্তির দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ও কলাম লেখক আব্দুল গাফ্ফার চৌধুরী। শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাস্টিস ফর পরীমনি’ স্লোগান নিয়ে ‘বিক্ষুব্ধ নাগরিকজন’-এর ব্যানারে এই সমাবেশে রাজনৈতিক কর্মী, মানবাধিকার কর্মী, চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে লন্ডন থেকে যুক্ত হন আব্দুল গাফ্ফার চৌধুরী।
গাফ্ফার চৌধুরী বলেন, ‘আপনাদের এ সমাবেশের সঙ্গে আন্তরিক সমর্থন জ্ঞাপন করছি। পরীমনিকে যেভাবে হ্যারেজ করা হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মুক্তি দাবি করছি।’ জাস্টিস ফর পরীমনি শিরোনামে সমাবেশে উপস্থিত ছিলেন পরিচালক রাশিদ পলাশ। পরীমনিকে নিয়ে তিনি নির্মাণ করছেন প্রীতিলতা নামের সিনেমা।
বর্তমান পরিস্থিতিতে সিনেমাটি নিয়ে দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা। রাশিদ পলাশ বলেন, ‘আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে বলছি না। আমরা বলতে চাই পরীমনি আমাদের মাঝে ফিরে আসুক। তাকে অবিলম্বে মুক্তি দেয়া হোক। পরীমনি একজন শিল্পী, তাকে নিয়ে এ হেনস্তা মেনে নেয়া যায় না।’
শেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমাবেশের সমন্বয়ক ও শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবিন আহসান। তিনি বলেন, ‘গণমাধ্যমগুলো পরীমনির এমন সব খবর প্রকাশ করেছে, যার মাধ্যমে শুধু পরীমনিকেই নয়, পুরো নারী সমাজকেই অপমান করা হচ্ছে। আমাদের মা বোনদের যেভাবে পুলিশ উপস্থাপন করেছে, খবরগুলো সেভাবেই প্রকাশ করা হয়েছে।
সমাবেশে আরও বক্তব্য দেন মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশনের কো-ফাউন্ডার মুশফিকা লাইজু, মানবাধিকার কর্মী বেগম জোনাকি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি শরিফুজ্জামান শরিফ, লেখক ও মানবাধিকার কর্মী শ্বাশতী বিপ্লব, জাসদ-এর তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী সালমা সুলতানা, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খান আসুদুজ্জামান মাসুম।