সকাল সকাল ৭ জন নিহত হলো মাইক্রোবাস দূর্ঘটনায়। জানা যায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া অংশে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে খাদে পড়ে শিশুসহ ৭ জন নিহত হয়েছেন।
প্রাপ্ত তথ্যে জানা যায়, আজ রোববার (১৫ আগস্ট) সকালে ভেন্ডিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। চকরিয়া থানার ওসি শাকের মুহাম্মদ যুবাইর বিষয়টি নিশ্চিত করেছেন।