দেশে একদিনে করোনায় ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে মৃত্যু ২৪ হাজার ছাড়াল। আর নতুন করে ৬,৬৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জন।
আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ১৭৫ জনে। গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার একজনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন।
এর আগে গতকাল শনিবার দেশে ৬,৮৮৫ জনের করোনা শনাক্ত হয়। কাল নতুন করে ১৭৮ জনের মৃত্যু হয়।