সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ০১:৩৩:৫৪

বঙ্গবন্ধু হত্যার মূল চক্রান্তকারী ছিলেন জিয়াউর রহমান: হানিফ

বঙ্গবন্ধু হত্যার মূল চক্রান্তকারী ছিলেন জিয়াউর রহমান: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, খন্দকার মোশতাক ছিলেন পুতুল বরং বঙ্গবন্ধুকে হত্যার মূল চ'ক্রা'ন্তকারী ছিলেন জিয়াউর রহমান। রবিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শো'ক দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। 

তিনি বলেন, বঙ্গবন্ধু হ'ত্যার পিছনের কুশীলব কারা ছিল সেটার মু'খোশ উ'ন্মো'চনের জন্য আমরা বারবার দাবি করেছি। যতদিন পর্যন্ত এই হত্যার পিছনের কুশীলবদের মুখো'শ উ'ন্মো'চিত না হবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জাতি হিসেবে যে বিভাজন সৃষ্টি হয়েছে সেই বিভাজন কখনো দূর হবে না।

শোক দিবস উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে