ব্রাহ্মণবাড়িয়া থেকে : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি বলেছেন, ‘করোনা ভাইরাস থেকে সবাইকে রক্ষা করতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সব কিছু করে যাচ্ছেন। তিনি যেমন প্রণোদনা দিচ্ছেন তেমনিভাবে টিকার ব্যবস্থা করেছেন। শেখ হাসিনা এখন ভ্যাকসিনের রানি হিসেবে পরিচিতি পেয়েছেন।
রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবার গোপীনাথপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত খাদ্যসামগ্রী সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন মন্ত্রী ঢাকা থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠান যোগ দেন। মন্ত্রী এ সময় সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসারে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ-উল আলম, পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, ছাত্রলীগ আহবায়ক আফজাল হোসেন খান রিমন প্রমুখ। অনুষ্ঠানে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল ইত্যাদি দেয়া হয়।