বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ০৬:১৫:৪১

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেন: জাফরুল্লাহ চৌধুরী

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেন: জাফরুল্লাহ চৌধুরী

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেন। আর ধানাইপানাই কইরেন না। আন্দোলনকে ভয় পাচ্ছেন কেন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বুধবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় নাগরিক সমাজের উদ্যোগে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে জনগণের চলাচল সচেতন করা ও মাস্ক বিতরণ শুরুর আগে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যখন আন্দোলন হবে তখন তো হবেই। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে দেশের সর্বনাশ ডেকে আনবেন না। ডা. জাফরুল্লাহ চৌধুরী সংবাদমাধ্যমকে আরও বলেন, সবাইকে মাস্ক পরতে হবে। মাস্ক আমাকে রক্ষা করে অন্যকেও রক্ষা করে। কাপড়ের মাস্ক হওয়া বাঞ্ছনীয়। নয়ত পরিবেশ নষ্ট হবে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ড. জাফরুল্লাহ বলেন, রাশিয়ার টিকার দাম সবচেয়ে কম হওয়ার পরও কেন কিনছে না তার জবাবদিহিতা নেই। সরকার একের পর এক ভুল করে চলছে। গণতান্ত্রিক সরকার না হলে যা হয়।

লকডাউন ও নানা কারণে আড়াই কোটি নিম্ন আয়ের পরিবারকে নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবস্থা করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে