যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে, নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুড়ি নেই। তিনি নিজের সকল দাপ্তরিক কিংবা ব্যক্তিগত কাজে কম্পিউটারের ব্যবহার করেন। তিনিই বাংলাদেশের প্রথম রাজনীতিক, যিনি ১৯৮৯ সাল থেকে কম্পিউটার ব্যবহার করছেন। এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশে সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।
আজ সোমবার দুপুরে নিজের ফেসুবক পাতায় এক পোস্টে মোস্তফা জব্বার লিখেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রথম রাজনীতিক যিনি নিজের হাতে কম্পিউটারে বাংলা টাইপ করা সহ সকল কাজে কম্পিউটার ব্যবহার করছেন সেই ১৯৮৯ সাল থেকে।
আমি ভাগ্যমান বিজয় কীবোর্ড দিয়ে বাংলা টাইপ করা শেখার জন্য তিনি আমার ওপর ভরসা করেছিলেন-সেদিন আক্ষেপ করে বলছিলেন এতো কাজ করে বাংলা টাইপ করা ভুলে যাচ্ছি। বিজয়টা আবার ইন্সটল করে দিন। বিজয় সেই কাজটি করতে পেরে ধন্য। অনুরোধ করেছিলেন আমার লেখা কম্পিউটারে হাতে খড়ি বইটাও পাঠিয়ে দিতে। ধন্য আমি।'