সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ০৯:৫৬:১৭

বিএনপির আমলে শিক্ষা-নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল: দীপু মনি

বিএনপির আমলে শিক্ষা-নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল: দীপু মনি

বিএনপি ক্ষমতায় থাকাকালে এ দেশের শিক্ষা ও নির্বাচনী ব্যবস্থাসহ সবকিছু ধ্বংস করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, বিএনপি সরকারের শাসনামলে শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থাসহ সবকিছুকে ধ্বংস করা হয়েছিল। স্বাধীনতা বিরোধী চক্র ষড়যন্ত্র তৈরি করেছিল। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে এ দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছি।

সোমবার (২৩ আগস্ট) বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত ভার্চুয়াল এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে