নিউজ ডেস্ক : আখেরি মোনাজাতে রোববার শেষ হয়েছে ইজতেমার প্রথম পর্ব।এবার চলছে দ্বিতীয় পর্বের প্রস্তুতি। আগামী ১৫ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব।
জানা গেছে, ভোর থেকেই দ্বিতীয় পর্বের প্রস্তুতি নেয়া শুরু হয়েছে। নতুনভাবে ইজতেমায় ময়দানকে পরিস্কা-পরিচ্ছন্ন করা হচ্ছে। রোববার আখেরি মোনাজাতে রথম পর্ব শেষ হলেও তাবলীগ জামায়াতের অনেক মুসল্লি রয়ে গেছেন ইজতেমা ময়দানে। তারা সেখানে থেকে দ্বিতীয় পর্বের অতিথিদের জন্য প্রস্তুত করছেন ইজতেমা ময়দানকে।
এদিকে বেলা ১১টা ছয় মিনিটে এই মোনাজাত শুরু হয়। শেষ হয় ১১টা ৩২ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন তাবলিগের শীর্ষ মুরুব্বি ভারতের মাওলানা সাদ।
এর আগে ইজেতেমার আখেরি মোনাজাত পরিচালনা করতেন দিল্লির নিজামুদ্দিন মসজিদের খতিব ও তাবলিগ জামাতের অন্যতম শীর্ষ মুরুব্বি মাওলানা জোবায়েরুল হাসান। তিনি ১৯৯৬ সাল থেকে আখেরি মোনাজাত পরিচালনা করে আসছিলেন।
তার মৃত্যুর পর গতবছর থেকে মাওলানা সাদ ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করে আসছেন।
মোনাজাতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এ সময় আল্লাহুম্মা আমিন, আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাগ তীর। মোনাজাতে অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
এর আগে রোববার ফজরের নামাজের পর থেকে আম বয়ান হয়।বয়ান করেন বাংলাদেশের মাওলানা মুশফিকুল ইসলাম। আম বয়ান শেষে চলে হেদায়েতি বয়ান। এরপর শুরু হয় আখেরি মোনাজাত। মোনাজাত শেষে মুসুল্লিদের জোটবদ্ধ হয়ে ইসলামী দাওয়াতি কাজে বের হওয়ার নির্দেশনা দেয়া হয়।
প্রতিবারের মত এই মোনাজাতে এবারো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ রাষ্ট্রে শীর্ষস্থানীয় ব্যক্তিরা শরিক হন।
আখেরি মোনাজাত অংশ নিতে রোববার সকাল থেকে তীব্র শীত ও কুয়াশা উপক্ষো করে টঙ্গীপানে মুসল্লিদের ঢল নামে। বাস, ট্রাক, ট্রেন-যে যেভাবে পারেন, ইজতেমায় এসে আখেরি মোনাজাতে শরিক হওয়ার চেষ্টা করেন।
সোমবার ফজরের পর আম বয়ান হয় বিশ্ব ইজতেমা ময়দানে। মোনাজাত শেষে মুসুল্লিদের জোটবদ্ধ হয়ে ইসলামী দাওয়াতি কাজে বের হওয়ার নির্দেশনা দেয়া হয়। সকাল থেকেই অনেক মুসল্লি ইসলামী দাওয়াতি কাজে বের হয়েছেন। আবার অনেকে দ্বিতীয় পর্বের সেবায় সেখানে অবস্থান করছেন।
১১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ