শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১, ১১:৫৮:২৪

চন্দ্রিমা উদ্যান থেকে জিয়ার সমাধি সরিয়ে নেওয়া হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

চন্দ্রিমা উদ্যান থেকে জিয়ার সমাধি সরিয়ে নেওয়া হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের সমাধি সরিয়ে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘চন্দ্রিমা উদ্যানের  মাজারে  জিয়াউর রহমানের লাশ নেই। তাকে ব্রাশফায়ার করে হত্যার পর মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছে। জিয়াউর রহমানের লাশ থাকলে ডিএনএ টেস্ট করে প্রমাণ করুক বিএনপি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে