পদ্মা নদীতে জেলেদের জালে ১৬ কেজি ওজনের একটি বিশাল বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি দুই হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৩৬ হাজার ৮০০ টাকায় বিক্রি করা হয়েছে।
সোমবার ভোর ৬টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের কামারডাঙ্গী এলাকার পদ্মায় জেলে পলাশ হালদারের জালে মাছটি ধরা পড়ে।
সকাল ৭টার দিকে দৌলতদিয়াঘাটে মাছটি নিয়ে এলে ঘাটের ব্যবসায়ী সম্রাট শাহজাহান দুই হাজার ২০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। পরে তিনি মাছটি দুই হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৩৬ হাজার ৮০০ টাকায় ফরিদপুরের মধুখালীর আরেক ব্যবসায়ীর নিকট বিক্রি করে দেন।