আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, বঙ্গবন্ধু কন্যার কোনো বিলাসিতা নেই। ফজরের নামাজ পড়ে তার দিন শুরু হয়। ঘুমানোর আগপর্যন্ত সারা দেশে কোন খাতে কি উন্নয়ন হচ্ছে তার খোঁজখবর নেন।’ তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু জানি। তিনি নিজের কাপড় নিজে পরিষ্কার করেন, নিজের রান্না নিজে করেন।
সোমবার লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের শোক দিবসের আলোচনা সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৮১ সালে দেশে ফিরে যে শেখ হাসিনাকে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে তার মা-বাবার মিলাদ করতে দেয়া হয়নি, আজ সেই শেখ হাসিনা জনগণের ভোটে পরপর তিনবার প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সাতকানিয়া-লোহাগাড়ায় আওয়ামী লীগকে সুপ্রতিষ্ঠিত করার উদাত্ত আহ্বান জানান।সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি সকলকে সতর্ক থাকার এবং শেখ হাসিনার জন্য দোয়া করার আহ্বানও জানিয়েছেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি।