কিছুদিন আগে দেশের ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ইভ্যালিতে বিশাল অঙ্কের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল যমুনা গ্রুপ। তবে আজ এই ব্যাপারে তাদের সর্বশেষ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
ইভ্যালিতে বিনিয়োগের ব্যাপারে যমুনা গ্রুপের কমার্শিয়াল ডিরেক্টর এ বি এম শামসুল হাসান বলেন, ‘আমরা ওদের কাগজপত্র যাছাই বাছাই করে দেখেছি ওখানে বিনিয়োগ করা আমাদের লাভজনক হবে না। সে কারণে আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি।’
এ বিষয়ে যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ আলমগীর আলম তার ফেসবুক পেজে ‘জরুরি গণ বিজ্ঞপ্তি’ শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছেন।
এতে তিনি লিখেছেন, ‘যমুনা গ্রুপ ব্যবসা পরিচালনায় উৎপাদনমুখী ও গঠনমূলক ব্যবসায়িক নীতিকেই গুরুত্ব দেয়, যা দেশের শিল্প অবকাঠামোগত ব্যাপকভিত্তিক উন্নয়নের পাশাপাশি দীর্ঘ মেয়াদে লক্ষ লক্ষ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টিতে এবং জীবন জীবিকার সংস্থানে উল্লেখযোগ্য ভুমিকা রেখে আসছে।
‘সুচিন্তিত পরিকল্পনায় সুদূরপ্রসারী ব্যবসায়িক সম্মৃদ্ধির নিশ্চয়তা ছাড়া এবং কোনো চূড়ান্ত বিনিয়োগের আগে পূঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা এবং পুনপর্যালোচনা ছাড়া কোনো ব্যবসায়িক খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ করার অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত গ্রহণ করে যমুনা গ্রুপ দীর্ঘ সময়ের কষ্টার্জিত অর্থ, সুনাম, মেধা ও সক্ষমতাকে ঝুঁকিতে ফেলতে রাজি নয়।’
স্ট্যাটাসে যমুনা গ্রুপের এই কর্মকর্তা বলেন, ‘অন্য কোনো কোম্পানিতে যমুনা গ্রুপের অর্থ বিনিয়োগ করার সিদ্ধান্ত, এখতিয়ার এবং অধিকার শুধুমাত্র যমুনা গ্রুপের একান্ত বিষয়। এটি কারো অনুরোধে ঢেঁকি গেলার বিষয় নয়। অন্য কোনো কোম্পানির কোনো অভ্যন্তরীণ বিষয়ে যমুনা গ্রুপ কোনো দায় অতীতেও নেয়নি, ভবিষ্যতেও নেবে না। ইহা সর্বসাধারণের অবগতির জন্য অবহিত করা হলো।’