করোনা মহামারীর কারণে সারাবিশ্বের মতো থমকে গিয়েছিল বাংলাদেশও। আজ প্রায় ১৭ মাস হলো দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। শিক্ষার্থীরা ঘরে বন্দী। একপ্রকার মানসিক অস্বস্থিতে আছেন তারা। অনেকে মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন।
অবশেষে দীর্ঘ দিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবরে শিক্ষর্থীদের মাঝে আনন্দের ছোঁয়া লেগেছে, খুশিতে আত্মহারা। যে সব শিক্ষার্থী গত বছর জানুয়ারিতে প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছিল তারা দুই মাস স্কুলে গেলেও এখন দ্বিতীয় শ্রেণিও শেষ করতে যাচ্ছে। স্কুলের পরিবেশ, বন্ধুবান্ধব থেকে পুরো সময়টাই বঞ্চিত ছিল তারা। নিজ ঘরে কেটেছে পুরো সময়।
এদিকে প্রায় দেড় বছর ঘরে বসে থাকা ও না পড়া এসব শিক্ষার্থী যাতে স্কুলে গিয়ে পড়ার চাপে না পড়ে সে বিষয়ে দৃষ্টি দিয়েছে শিক্ষা বিভাগ। এ কারণে খোলার দুই মাসের মধ্যে কোনো ধরনের আনুষ্ঠানিক পরীক্ষা ও মূল্যায়ন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।