সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০৩:০৪:৫১

৩৫তম বিসিএসের মেধাবীদের জন্য সুখবর

৩৫তম বিসিএসের মেধাবীদের জন্য সুখবর

ঢাকা : ৩৪তম বিসিএস পরীক্ষায় কারিগরি ও পেশাগত ক্যাডারে পূরণ না হওয়া সংরক্ষিত ৬৭২টি পদ ৩৫তম বিসিএসে মেধার ভিত্তিতে পূরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

একইসঙ্গে ৩৫তম বিসিএসে ১ হাজার ৮০৩টি শূন্যপদ পূরণেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পদ-সংরক্ষণ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি জারি করা স্মারকের শর্ত এককালীন শিথিল করার মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে