চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি ও নবনিযুক্ত মহাপরিচালক মুফতি আব্দুস সালাম চাটগামী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর অ্যাম্বুলেন্স করে হাসপাতাল নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। মুফতি আবদুস সালাম চাটগামী অনেক দিন যাবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
এদিকে আজ বুধবার হাটহাজারি মাদরাসার মহাপরিচালক, সহযোগী ও সহকারী মহাপরিচালক, শিক্ষা সচিব, শায়খুল হাদিস নির্বাচনে শুরা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মুফতিয়ে আজম আল্লামা আব্দুসসালম চাটগামীকে মহাপরিচালক হিসেবে নির্বাচন করা হয়। সহকারী মহাপরিচালক হিসেবে আল্লামা মুহাম্মদ ইয়াহিয়া এবং শাইখুল হাদিস হিসেবে আল্লামা শেখ আহমদ ও আল্লামা শোআইব জমীরীকে নির্বাচন করা হয়।