শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫০:৫১

পদ্মায় ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির বিশাল এক মাছ

পদ্মায় ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির বিশাল এক মাছ

পদ্মায় ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির বিশাল এক ঢাই মাছ। শনিবার সকালে গোয়ালন্দ উপজেলার পদ্মার নদীর দৌলতদিয়া এলাকায় রাম হলাদারের জালে বড় আকৃতির এ মাছটি ধরা পড়ে।

মাছটির ওজন হয় ১১ কেজি। দৌলতদিয়া মৎস্য আড়ত থেকে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো: শাজাহান মিয়া ৩৪ হাজার ১০০ টাকা দিয়ে মাছটি কেনেন।

স্থানীয়রা জানান, এক সময় পদ্মার ঘোলা পানিতে মূলত ঢাই মাছের আবাস থাকলেও বর্তমানে তা বিলুপ্তপ্রায়। বর্তমানে মাঝেমধ্যে এর দেখা পাওয়া যায়।

দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য দোকানের মাছ ব্যাবসায়ী মো: শাজাহান শেখ বলেন, প্রতিদিনের মতো দৌলতিদিয়া মৎস্য আড়তে মাছ কিনতে যাই। এ সময় বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ দেখে সর্বোচ্চ দামে মাছটি কিনি। প্রতি কেজিতে ১০০ টাকা লাভে ৩৮ হাজার টাকায় মাছটি ঢাকার এক শিল্পপতির কাছে বিক্রি করে দিয়েছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে